ইয়েমেনে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ৮৫, আহত বহু
ODD বাংলা ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা ইয়েমেনের রাজধানী সানায়। পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু অন্তত ৮৫ জনের। শুধু তাই নয়, ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সানার ওল্ড সিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দান সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়। আর সেই মতো কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
Post a Comment