কার্গিল যুদ্ধে ছোড়া হয়েছিল, ২৪ বছর পর সেই বোমা ফেটে লাদাখে নিহত কিশোর! আহত আরও দুই

ODD বাংলা ডেস্ক: কার্গিল যুদ্ধে ব্যবহৃত বোমা ফাটল ২৪ বছর পর! আর সেই বোমা বিস্ফোরণে নিহত এক কিশোর। রবিবার লাদাখের কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠের কাছে এই ঘটনাটি ঘটেছে। বোমা ফেটে আরও দুই কিশোর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিন জনই পাশকুমের খারজংয়ের বাসিন্দা।রবিবার পুলিশ জানিয়েছে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত এই বোমাটির কোনও কারণে বিস্ফোরণ হয়নি। এবং বছরের পর বছর ধরে ওই জায়গাতেই পড়ে ছিল। আর তা ফেটেই দুর্ঘটনা ঘটেছে।এই ঘটনায় নিহতের পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) বিডি মিশ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.