অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এ কি বললেন জুনিয়র বচ্চন

ODD বাংলা ডেস্ক: ভাঙলেন পথে বচ্চন পরিবার?  দীর্ঘ বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন?নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের পর বলিউডের এই হাইভোলটেজ তারকা দম্পতির ডির্ভোসের কানাঘুষো হয়ে উঠেছে টক অফ দ্য টাউন। রাই সুন্দরীর সংসারে ভাঙনের সুর উঠতেই মন খারাপ ভক্তদের। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল অভিষেকের টুইট। আম্বানিদের পার্টিতে স্ত্রী-মেয়ের ছবিতে বিশেষ কমেন্ট জুনিয়র বচ্চনের।ডির্ভোসর গুঞ্জনের মাঝেই ঐশ্বর্য আর আরাধ্যার ফটোতে ভালোবাসা দেখালেন অভিষেক।ইনস্টাগ্রামে শ্রুতি নামে এক মহিলা অ্যাশ-আরাধ্যর ছবি পোস্ট করে লিখেছেন "আমার প্রিয় মানুষ।" পালটা টুইটে অভিষেকও লিখেছেন, "আমারও"। স্বামী-স্ত্রীর মধ্যে হিমশীতল সম্পর্কের গুঞ্জন আর অভিষেকের কমেন্ট দুইয়ে দুইয়ে চার করতে পারছেন না ভক্তরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.