এয়ারপ্লান্টের যত্নে

 


ODD বাংলা ডেস্ক: ঘরের ভেতর কোনো শেলফের ওপর কিংবা সোফার পাশেই রাখতে পারেন এয়ারপ্লান্ট। ঝরঝরে পাতা কখনো সামান্য চওড়া হয়। সবুজ ও মাখনরঙা পাতাগুলো দেখলে ভালো লাগে। ডগার দিকে ঝুলে থাকা পাতা দেখলে মাকড়শার কথাই মনে পড়ে। এজন্য অনেকে বলে স্পাইডার প্লান্ট। আবার কেউ কেউ বলেন রিবন প্লান্ট। রিবনের মতোই যে ঝুলে আছে। যেকোনো ছোটখাট ফ্ল্যাটের জন্য উপযুক্ত। ছোট টবেই ভাল থাকে। বড় টব ছাড়াই বাড়িতে রাখতে পারেন। অনেকেই গরমে এসব প্লান্ট বাড়িতে বেশি আনেন। কিন্তু যত্ন নেয়ার সঠিক পদ্ধতি জানা না থাকায় কদিন পরই এই প্লান্ট তার রূপ হারায়। কিন্তু আমাদের পরামর্শ মেনে চললে সে ঝামেলা পোহাতে হবে না।


খুব চড়া রোদে এসব প্লান্ট টিকে থাকতে পারে না। মাঝারি রোদ কিংবা আলো-ছায়ার মধ্যেই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। তাই আলো ছায়াযুক্ত স্থানে এদের রাখুন।

অতিরিক্ত জল কখনই দেবেন না। প্রয়োজনে স্প্রেয়ার দিয়ে জল দিন।

টবের তলায় জমে থাকা জল বের হওয়ার পথ রাখতে হবে। জল জমে থাকলে ভেতরে শেকড় পচে যেতে পারেন।

ট্রের উপর যদি টব রাখেন তাহলে নিয়মিত জল ফেলার দিকে মনোযোগ রাখুন।


টবের মাটিতে হাত দিয়ে টুকনো মনে হলে হালকা ভিজিয়ে দিন।

টবের ওপর শিকড় দেখা গেলে বড় টবে স্থানান্তর করুন প্লান্ট।

বাড়িতে ড্রয়িংরুমে ঝুলিয়ে দিতে পারেন। বেতের বা পোর্সেলিনের টবে রেখে সহজেই একে ইনডোর আইটেম বানানো সম্ভব।

গাছের দিকে অবশ্যই মনোযোগ রাখবেন। শুধু ড্রয়িং রুমে ঝুলিয়ে দিলেই গাছের দিকে নজরদারি করা হয় না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.