আড়াই কোটি জালিয়াতির অভিযোগ, আইনি জটে 'প্রতারক' আমিশা পটেল


ODD বাংলা ডেস্ক: 'কহো না পেয়ার হে' ছবির হাত ধরে বলউডে পা রেখেছিলেন। কেরিয়ারের শুরুর দিকটা বেশ ভালোই ছিল। কিন্তু, এই মুহূর্তে সেইভাবে লাইমলাইটে নেই। তিনি হৃত্বিকের প্রথম ছবির নায়িকা আমিশা প্যাটেল। তাঁর নতুন ছবি গদর ২ মুক্তির আগেই আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী। জালিয়াতি ও চেক বাউন্সের অভিযোগর আমিশা ও তাঁর বিজনেজ পার্টনার ক্রুনালের বিরুদ্ধে রাঁচির এক সিভিল কোর্ট পরোয়ানা জারি করেছে।অজয় কুমার সিং নামে এক প্রযোজক বলি ডিভা আমিশা প্যাটেল ও তাঁর ব্যবসায়ী পার্টনার ক্রুনালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন।২০১৩ সালে সেই ছবির শ্যুটিং শুরু হয়। তখন আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা ট্রান্সফার করেন ওই ব্যক্তি। যদিও শেষ পর্যন্ত ছবি মুক্তিই পায়নি। তাই প্রযোজক অজয় তাঁর টাকা ফেরৎ দিতে বলেন। এরপর আমিশা তাঁকে ২.৫ কোটি টাকার জন্য দুটি চেক দেন। আর ২০১৮-এ ৫০ লাখ টাকার আরও একটি চেক অজয়কে দিয়েছিলেন।কিন্তু, ব্যাঙ্কে সেই চেক জমা দিতে গেলে তা বাউন্স হয়। ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় আমিশা ও তাঁর ব্যবসায়ী পার্টনার ক্রুনালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে আমিশার বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু, প্রথম নন। ২০২২ সালেও তাঁ নামে এফআইআর দায়ের হয়েছিল।জানা গিয়েছে, আমিশা ও তাঁর আইনজীবীকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু, তাঁরা কেউ সেই নির্দেশ মানেননি। বরং নির্দেশ অমান্য করায় আদালত অসন্তোষ প্রকাশ করেছে। আগামি ১৫ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.