‘গরমে কাহিল, শরীর ভালো নেই’, তিহাড়ের মেয়াদ বৃদ্ধিতে কষ্টে কেষ্ট!
ODD বাংলা ডেস্ক: শরীর মোটেই ভালো নেই তাঁর। তাছাড়া প্রচণ্ড গরমে রীতিমতো কাহিল হয়ে পড়েছেন তিনি। যদিও তার পরও আদালতে স্বস্তি পেলেন না গোরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে ফের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ফলে আপাতত তিহাড়েই থাকতে হবে লালমাটির জেলার কেষ্টকে।দু’দফায় জেল হেফাজত শেষে সোমবার ফের অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। তৃণমূল নেতার হিসেব রক্ষক মণীশ কোঠারিকেও পেশ করা হয় আদালতে।এদিন বিচারক রঘুবীর সিং ফের দু’জনকেই ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখারা নির্দেশ দেন। আগামী পয়লা মে ফের এই মামলার শুনানি হবে।
Post a Comment