তিহাড়েই ঠাঁই অনুব্রত কন্যার, জেলে ধর্ম চর্চার আর্জি সুকন্যার

ODD বাংলা ডেস্ক: ED জেরায় কান্নায় ভেঙে পড়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, গোরু পাচার মামলা সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই, এই কথাই বারবার বলে এসেছেন তিনি। বাবার সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন সুকন্যা। কিন্তু, স্বস্তি পেলেন না তিনি।রবিবার সুকন্যা মণ্ডলকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক নরেশ কুমার লাকা। এদিনই তিহাড়ে পাঠানো হবে সুকন্যাকে। তাৎপর্যপূর্ণভাবে তিহাড়েই রয়েছেন অনুব্রত মণ্ডলও। উল্লেখ্য, এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সুকন্যাকে আদালতে পেশ করা হয়। তিনি প্রতিদিন দশ মিনিট করে বাবা এবং বান্ধবী সুতপা পালের সঙ্গে ফোনে কথা বলার আর্জি জানিয়েছেন। ED জানিয়েছে, জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। পাশাপাশি সংশোধনাগারে ধর্মীয় বই পড়তে চান সুকন্যা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.