৩০০ মিটার বরফের গর্ত থেকে জীবিত উদ্ধার পর্বতারোহী অনুরাগ
ODD বাংলা ডেস্ক: অন্নপূর্ণায় গিয়ে নিখোঁজ আরও এক পর্বোতারোহীর খোঁজ মিলল। জীবিত অবস্থায় অনুরাগ মালুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালু। অন্নপূর্ণা অভিযান শেষে নামার পথে গত ১৭ এপ্রিল ৩৪ বছর বয়সী এই ভারতীয় পর্বতারোহী ৬ হাজার মিটার উচ্চতা থেকে নিখোঁজ হয়ে যান।জানা গিয়েছে, অন্নপূর্ণা শৃঙ্গজয় করে নামার পথে ৬ হাজার মিটার উচ্চতায় একটি বরফে ঢাকা গহ্বরে আটকেছিলেন অনুরাগ মালু। ৩০০ মিটার গভীরে আটকে ছিলেন তিনি। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংপা শেরপা বলেন, "শেরপা ছাং দাওয়ার নেতৃত্বে ছয়জনের একটি টিম তাঁর তল্লাশিতে নামে। অবশেষে নজরে আসে অনুরাগ মালু। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে।
Post a Comment