ভারতীয় সেনায় নয়া যুগ! এবার যুদ্ধক্ষেত্রে কামান দেগে শত্রুকে শায়েস্তা করবে মহিলারাও


ODD বাংলা ডেস্ক:এবার ভারতীয় সেনার গোলোন্দাজ বাহিনীতে মহিলা জওয়ান। চলতি মাসেই সেনা অ্যাকাডেমির প্রশিক্ষণ সম্পূর্ণ হবে মহিলা সেনা আধিকারিকদের। এরপরেই তাঁদের মধ্যে বেশ কয়েকজন গোলোন্দাজ বাহিনীতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর ফলেই তৈরি হবে ইতিহাস। প্রথমবার পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে কামান দাগবেন মহিলা জওয়ানরা।সেনা সূত্রে জানা গিয়েছে, এই মহিলা জওয়ানরা ইতিমধ্যে বায়ুসেনার সর্বোচ্চ প্রশিক্ষণ পেয়েছেন। উড়িয়েছেন দুরন্ত গতির ফাইটার প্লেন। সাধারণত তাঁরা বায়ুসীমার নিরাপত্তা, বিমানের প্রযুক্তি ক্ষেত্রেই কাজ করে থাকেন। তবে তাঁদের মধ্যে কয়েকজনকে গোলোন্দাজ বাহিনীর জন্যও বেছে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.