দক্ষিণে আলমারির দরজা খুললে বাড়বে অর্থাভাব, জেনে নিন আলমারির বাস্তু টিপস



 ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্র বাড়ির গুরুত্বপূর্ণ আসবাব রাখার সঠিক স্থান সম্পর্কে জানিয়ে থাকে। এমনই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ আসবাব হল আলমারি। বাস্তু অনুযায়ী বাড়িতে সঠিক স্থানে আলমারি রাখলে সুখ-সমৃদ্ধি ও অর্থ বৃদ্ধি ঘটে। শয়নকক্ষে কোন দিকে আলমারি থাকবে, সে বিষয় জেনে নিন এখানে—


শয়নকক্ষে কোন দিকে আলমারি রাখবেন


বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। এর ফলে শয়নকক্ষের উত্তর বা পূর্ব দিকে আলমারি খুলবে। এ দিকে আলমারি রাখলে অর্থ ও সমৃদ্ধির আগমন ঘটে। দক্ষিণ-পশ্চিম কোণে আলমারি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর প্রভাবে বাড়ির পরিবেশ শান্ত ও ইতিবাচক থাকে।


আলোর স্থানে আলমারি রাখুন


লকারের সঠিক স্থান


বাস্তু অনুযায়ী শয়নকক্ষের উত্তর দিকে টাকা ও অলঙ্কার রাখা উচিত। উত্তর কুবেরের দিক। তাই অর্থ সংগ্রহের জন্য এই স্থানকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। আলমারিকে শয়নকক্ষের দেওয়াল থেকে দূরে রাখুন। এটি বাইরে থেকে আগত ইতিবাচক শক্তির পথের বাধা দূর করে এবং পরিবারে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি হয়।


শয়নকক্ষের আলমারিতে আয়না লাগাবেন না


শয়নকক্ষে আলমারি লাগালে তাতে আয়না লাগাবেন না। আবার কোনও আলমারিতে আয়না লাগানো থাকলে, তা যাতে বিছানার সামনে না-থাকে, সে দিকে লক্ষ্য রাখবেন। বাস্তু মতে শয়নকক্ষে আয়না লাগানো আলমারিকে শুভ মনে করা হয় না। একটি নেতিবাচক শক্তির প্রতীক। এর ফলে আর্থিক উন্নতি প্রভাবিত হয়।


শয়নকক্ষে আলমারি রাখার সময় যা লক্ষ্য করবেন


১. শয়নকক্ষে কাঁচের আলমারি রাখবেন না। কাঠ বা লোহার আলমারি রাখা উচিত।


২. দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখবেন। এর ফলে উত্তর-পূর্ব দিক খোলা থাকবে। উত্তর-পূর্ব দিক খোলামেলা থাকা শুভ।


৩. শয়নকক্ষে ক্রিম বা হাল্কা রঙের আলমারি রাখবেন।


৪. দক্ষিণ-পশ্চিম দিকে যে আলমারি রাখবেন, তাতে যাতে আয়না না-লাগানো থাকে।


৫. টাকা ও গহনা রাখার লকারে একটি মাত্র দরজা থাকা উচিত।


৬. আলমারির দরজা দক্ষিণ দিকে খুললে সেই পরিবারে আর্থিক অভাব লেগেই থাকে।


৭. আলমারিকে সরাসরি মেঝের ওপর রাখবেন না। কোনও স্ট্যান্ডের ওপর আলমারি রাখবেন।


৮. আলমারি মধ্যে ছোট্ট লকার থাকলে, তা খালি রাখবেন না। তাতে অর্থ ও গহনা রাখা উচিত।


৯. আলমারিতে ৫ থেকে ৭টি বা কমপক্ষে ২টি রুপোর কয়েন রাখবেন। এর ফলে অর্থাভাব দূর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.