চুল পড়ার জন্য দায়ী এই গ্রহ, এই সহজ জ্যোতিষ টোটকায় মিটবে চুলের সমস্যা

 


ODD বাংলা ডেস্ক:  চুলের যত্ন না নিলে বা ঠিক করে খাওয়া দাওয়া না করলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ে যেতে পারে। তবে অনেক সময় দেখা যায় চুলের যত্ন নিয়ে এবং ঠিকমতো সুষম আহার করেও অনেকের মাথায় টাক পড়ে যায়। জ্যোতিষ বলছে এর জন্য দায়ী হতে পারে কোষ্ঠীর অশুভ দশা। জন্মছকে কোনও কোনও গ্রহণ খারাপ অবস্থানে থাকলে মারাত্মক ভাবে চুল পড়ে যেতে পারে। তখন বিশেষজ্ঞের দেওয়া ওষুধ বা ঘরোয়া টোটকা কোনওটাই কাজে লাগে না।


জ্যোতিষ অনুসারে কারোর জন্মছকে বুধ, কেতু ও রাহু দুর্বল অবস্থানে থাকলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এই তিন গ্রহ কোষ্ঠীতে অশুভ হলে জাতকের মাথায় নানা খারাপ চিন্তা ভর করে। স্ট্রেস ও টেনশন বেড়ে যাওয়ায় কোনও কাদে মনঃসংযোগ করতে পারেন না তিনি। শুধু তাই নয়, তখন সব কিছুকেই খারাপ নজরে দেখেন তিনি। মনের উপর চাপ বেড়ে যাওয়াও চুল পড়ার একটা বড় কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


চুল পড়ার জন্য দায়ী গ্রহের কোন অবস্থান?


* জ্যোতিষ অনুসারে চুলের সঙ্গে রাহুর সরাসরি সম্পর্ক রয়েছে। জন্মছকে রাহু অশুভ বা দুর্বল স্থানে থাকলে চুল ঝরে যেতে পারে।


* আবার কারোর জন্মছকে রাহু ও সূর্য একসঙ্গে অবস্থান করলে জাতকের চুল ও চোখের সমস্যা দেখা দিতে পারে।


* জ্যোতিষ বলছে রাহু ধনু বা বৃশ্চিক রাশিতে অবস্থান করলে জাতকের মাথায় টাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।


* জন্মছকে বুধ ষষ্ঠ বা অষ্টম ঘরে নীচস্থ স্থানে থাকলে চুলের সমস্যা হয়ে থাকে।


* বুধের অশুভ প্রভাবে ত্বকের সমস্যাও হতে পারে।


চুলের সমস্যার সমাধানে জ্যোতিষ টোটকা


* আপনার চুল পড়ার সমস্যা থাকলে রোজ রাতে একটি তামার পাত্রে জল ভরে রাখুন, তারপর সকালে উঠে সেই জল সূর্যদেবতাকে অর্ঘ্য দিন।


* রাহুর দোষে চুল পড়ার সমস্যা থাকলে, তার থেকে মুক্তি পেতে বাড়িতে সবুজ গাছের চারা বসান। সেগুলিকে নিয়মিত জল দিন। এতে আপনার শরীর ও মন ঠান্ডা হবে।


* জন্মছকে রাহুর অবস্থান ভালো করতে পাখিদের রোজ খাবার খাওয়ান।


* রাহুকে ঠাণ্ডা করতে প্রতিদিব ১০৮ বার করে 'ওম রান রাহাভে নমহঃ' মন্ত্র জপ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.