রাস্তা থেকে টাকা কুড়িয়ে পেয়েছেন? শুভ সংবাদ পাবেন না বাড়বে সমস্যা, জেনে নিন

 


ODD বাংলা ডেস্ক: পথে চলতে-ফিরতে অনেক সময়ে টাকা পড়ে থাকতে দেখি। অনেকে সেই টাকা তুলে সেটি কোনও অসহায় ব্যক্তিকে দিয়ে দেন, কেউ মন্দিরে রাখেন আবার কেউ কেউ তা নিজের কাছেই রেখে নেন। অনেকে আবার রাস্তায় পড়ে থাকা তুলবেন কি তুলবেন না, তা নিয়ে বিস্তর চিন্তাভাবনা করে দেখেন। তবে আপনাদের কী জানা আছে, রাস্তায় পড়ে থাকা টাকা আমাদের বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকে? পথেঘাটে চলার সময় টাকা পাওয়া শুভ না-অশুভ তা জেনে নিন এখানে।


পথে টাকা পড়ে থাকা শুভ না অশুভ?


১. নতুন কাজের সূচনা


শাস্ত্র মতে পথে পড়ে থাকা টাকা পাওয়া নতুন কাজের দিকে ইঙ্গিত দেয়। ভবিষ্যতে আপনি শীঘ্র কোনও নতুন কাজ শুরু করতে পারেন। উন্নতির পাশাপাশি ধন লাভের সুযোগ পাবেন সেই ব্যক্তি।


২. জীবনে উন্নতির ইঙ্গিত


পথে টাকা পড়ে থাকতে দেখা অত্যন্ত শুভ। কারণ এটি উন্নতির অর্থবহন করে। বাস্তু শাস্ত্র অনুযায়ী পথে পড়ে থাকা টাকা আপনার কাছে পৌঁছনের আগে অনেকের হাতে ঘুরেছে। যার ফলে এতে অচেনা ব্যক্তির ইতিবাচক শক্তি প্রবেশ করেছে। এমন টাকা আপনার হাতে এসে পৌঁছলে তা জীবনে আনন্দের সঞ্চার করে।


৩. পৈতৃক সম্পত্তি লাভ


পথে পড়ে থাকা টাকা ভরতি পার্স শুভ সংকেত বহন করে। বাস্তু শাস্ত্র মতে টাকা ভরতি পার্স পাওয়ার অর্থ হল খুব তাড়াতাড়ি পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। পাশাপাশি ধন লাভের দিকেও ইশারা করে এটি।


৪. ঈশ্বরের আশীর্বাদ


আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। রাস্তায় পড়ে থাকা কয়েন ঈশ্বরের আশীর্বাদের প্রতীক। কয়েন ধাতু দিয়ে তৈরি হয়, তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যাঁরা এই এই কয়েন পান তাঁদের প্রতি ঈশ্বর সহায় থাকেন। সেই সময়ে কোনও সম্পত্তিতে অর্থ লগ্নি করলে সুফল পেতে পারেন।


এ ছাড়াও পথে টাকা বা কয়েন পড়ে থাকার আরও কিছু অর্থ রয়েছে--


১. রাস্তায় পড়ে থাকা কয়েন উন্নত আর্থিক পরিস্থিতির দিকে ইশারা করে।


২. কয়েন পাওয়া শুভ সংবাদ লাভের দিকে ইঙ্গিত দেয়।


৩. শাস্ত্র মতে পথে পড়ে থাকা টাকা সমস্যার সমাধানের দিকে ইঙ্গিত দেয়। যে ব্যক্তি এই টাকা পায়, তাঁদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে।


৪. জরুরি কাজের জন্য বেরোনর সময়ে এমন কিছু ঘটলে বুঝবেন সেই কাজে নিশ্চিত সাফল্য পেতে চলেছেন আপনি। আবার কাজ থেকে বাড়ি ফেরার সময়ে টাকা পেলে তা আর্থিক লাভের দিকে ইশারা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.