চড়া রোদে গাড়ি চালাতে নারাজ বাস-অটো-ট্যাক্সি চালকরা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

ODD বাংলা ডেস্ক: তীব্র গরমে বাস-অটো কিংবা ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরোতে নারাজ অধিকাংশ চালকরা। দুপুরের পর থেকে শহরের বহু রুটেই অটো অমিল। অনেকে ট্যাক্সি রাস্তায় বের করলেও যাত্রীরা হাঁক পাড়তেই নাকচ করে দিচ্ছেন। তাপপ্রবাহের মধ্যে কিছুক্ষণ ছায়ায় জিরিয়ে নেওয়াই শ্রেয় বলে মনে করছেন চালকরা।একই পরিস্থিতি বাস চালকদের ক্ষেত্রেও। অনেকেই ছুটি নিয়ে বাড়িতে। ফলে গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বাস-অটো-ট্যাক্সি না মেলার সংকট। রাস্তায় বেরিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অনলাই অ্যাপ ক্যাব চালকরাও দূরের বুকিং নিতে চাইছেন না। চড়া রোদে অ্যাপ বাইক চালাতে ইচ্ছুক নন অধিকাংশই। সন্ধ্যার পর থেকে যদিও পরিস্থিতিতে কিছুটা বদল আসছে। স্কুল বন্ধ থাকলেও খোলা রয়েছে সমস্ত অফিস-কাছারি, আদালত। অফিসযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.