ইন্দ্রনীলের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবরে শিলমোহর বসালেন বরখা!
ODD বাংলা ডেস্ক: অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে বরখা-ইন্দ্রনীলের দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রায় দুবছর এই তারকা কাপল আলাদা থাকছেন এমন গুঞ্জনও রটেছিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে বরখা-ইন্দ্রনীলের সম্পর্কের লেটেস্ট আপডেট অনুযায়ী, আলাদা থাকার দু'বছর পর এবার আইনিভাবে বিচ্ছেদ অর্থাৎ ডির্ভোস হতে চলেছে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্ত(বিস্ত)। আর বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন খোদ বরখা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের ডির্ভোস হবে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত।" অভিনেত্রীর সংযোজন, "আমি একজন সিঙ্গল মাদার। মীরা আমার সম্পদ। আমি কর্মজীবনকে ব্যক্তিগতজীবনের সঙ্গে মেলাব না। "ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছি। টিভি আর বড় পর্দাতেও যদি ভালো কাজ পাই নিশ্চয়ই করব।" তবে অভিনেত্রী আরও বলেন, যেহেতু তাঁর আইনত বিচ্ছেদ হয়নি, সেইজন্য এখনও তিনি ইন্দ্রনীলের সেনগুপ্ত পদবীই ব্যবহার করছেন।
Post a Comment