ঝড়-বৃষ্টির জেরে প্রবল দুর্যোগ, কলকাতায় নামল না ৪ বিমান

ODD বাংলা ডেস্ক: পূর্বাভাস ছিলই। আর সেইমতো রবিবার বেলা গড়াতেই আকাশ কালো করে এল কলকাতায়। দুপুর হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরে। সেই সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কলকাতায় অবতরণ করতে পারল না ৪টি বিমান। দমদম বিমানবন্দরের কাছে এসেও ফিরে যেতে হয়েছে বিমানগুলিকে।দুপুরের পর থেকেই মুষলধারে বৃষ্টি নেমেছে কলকাতায়। চলছে ঝড়ের তাণ্ডব। এর ফলে অবতরণে সমস্যা হয়েছে একাধিক বিমানের। ফেরানো হয়েছে ৪টি বিমানকে। এই পরিস্থিতি রাতভর বজায় থাকলে উড়ানে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । টার্বুলেন্সের মধ্যে পড়তে পারে আরও বিমান।সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ আশপাশের অঞ্চলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.