বেঙ্গালুরুর পর মুম্বই, ভারতের দ্বিতীয় HRX স্টোরের উদ্বোধন করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন

 


ODD বাংলা ডেস্ক: মুম্বইয়ের ফিনিক্স মার্কেট সিটিতে ভারতের দ্বিতীয় ও মুম্বইয়ে প্রথম HRX স্টোরের উদ্বোধন হল । উদ্বোধন করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন । এবছরই জানুয়ারিতে প্রথম স্টোরের উদ্বোধন হয় বেঙ্গালুরুতে | এরপর ভারতের দ্বিতীয় ও মুম্বইয়ে প্রথম স্টোরের উদ্বোধন হল এদিন | এই ব্রান্ডের প্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড আম্বাসাডার হৃতিক নিজেই | 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.