চন্দনযাত্রা দিয়ে মাহেশের রথযাত্রার সূচনা, নেমেছে ভক্তের ঢল
ODD বাংলা ডেস্ক: নীলাচলে আজ থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরীর কাজ, আর মাহেশে সূচনা হয় চন্দন যাত্রা উৎসবের। আজ থেকে আগামি ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। তারপর হবে স্নান যাত্রা উৎসব। বলা যায়, চন্দন যাত্রা দিয়ে আজ থেকে মাহেশে রথযাত্রারও সূচনা হয়ে গেল।চন্দন যাত্রায় মাহেশ জগন্নাথ মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় লেগে রয়েছে। মন্দিরের গর্ভগৃহের দ্বার খোলার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানান, "অক্ষয় তৃতীয়া হল একটি অত্যন্ত শুভ দিন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস। অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। ৬২৭ বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি একই রকম রয়েছে। কোনও ক্ষয় নেই। এটাই মাহেশ জগন্নাথের মাহাত্ম্য।"
Post a Comment