অত্যন্ত শক্তিশালী এই ৭ মন্ত্র, জপ করলেই দূর হবে দুঃখ-কষ্ট, সম্ভব লক্ষ্মী লাভ!
ODD বাংলা ডেস্ক: মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। অত্যধিক, অনাবশ্যক কোনও চিন্তাভাবনা মনকে ব্যাকুল করে তুললে, তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্র জপ। মন্ত্র সাধারণত তিন ধরনের হয়। সাত্বিক, তান্ত্রিক ও সাবর। প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হল সাত্বিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে, যা প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই শক্তিশালী মন্ত্রগুলি সম্পর্কে এখানে জানানো হল।
ক্লেশনাশক মন্ত্র
ওম শ্রীকৃষ্ণায় শরণং মম। যা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
এই মন্ত্র জপ করলে কলহ ও ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায়।
চিন্তামুক্তি মন্ত্র
ওম নমঃ শিবায়
শাস্ত্র মতে শিবের এই মন্ত্রটি জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় মন্ত্র বলুন ও রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র জপ করুন। এটি মহামন্ত্র হিসেবে স্বীকৃত।
শান্তিদায়ক মন্ত্র
রাম রাম রাম
বজরংবলীও এই মন্ত্র জপ করতেন। এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব হয়। সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এর প্রভাবে নেতিবাচক প্রভাব সমাপ্ত হয়। হৃদয় নির্মল হয়ে তার মধ্যে ভক্তি সঞ্চারিত হয়।
সংকটমোচন মন্ত্র
ওম হং হনুমতে নমঃ
মনের মধ্যে কোন ভয়, আশঙ্কা বাসা বেঁধে থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে মন ভয়মুক্ত হবে। পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মৃত্যুতুল্য কষ্টের হাত থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করতে পারেন।
সমৃদ্ধিদায়ক মন্ত্র
ওম গং গণপতে নমঃ
গণেশকে বিঘ্নহর্তা মনে করা হয়। সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে। গণেশকে দূর্বা, সিঁদূর ও ঘি নিবেদন করলে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন।
আকস্মিক সংকট থেকে মুক্তির মন্ত্র
জীবনে আচমকা কোনও সমস্যা উৎপন্ন হলে কালীর কিছু মন্ত্র জপ করা উচিত। তবে কালী মন্ত্র জপে সতর্কতা অবলম্বন জরুরি। কালীর এই মন্ত্রগুলি হল--
১. ওম কালিকে নমঃ
২. ওম হৃীং শ্রীং ক্রীং পরমেশ্বরী কালিকে স্বাহা।
প্রতিদিন ১০৮ বার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ পাওয়া যায়। এর ফলে আর্থিক সমস্যা দূর হয়।
দরিদ্রনাশক মন্ত্র
ওম হৃীং হৃীং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ
শুদ্ধ মনে প্রদীপ প্রজ্জ্বলিত করে ১১ মালা এই মন্ত্র জপ করলে জীবন সুখ-সমৃদ্ধি, শান্তিতে ভরে যাবে।
Post a Comment