চকলেট কাপ কেক রেসিপি



 ODD বাংলা ডেস্ক: শিশুদের পছন্দের একটি খাবোর হচ্ছে কেক। বড়রাও অবশ্য এই খাবারটি খেতে পছন্দ করেন। অনেক শিশুই রমজান মাসে রোজা রাখে। তাদের জন্য ইফতারে বানাতে পারেন মজাদার চটলেট কাপ কেক। এটি অনেক দ্রুত ও সহজেই বানানো যায়।


উপকরণ: ১ কাপ দুধ, আধা কাপ মাখন,১ কাপ আটা, আধা কাপ কোকো পাউডার, বেকিং পাউডার ১ চা চামচ,আধা কাপ গুঁড়া করা গুড় বা চিনি


প্রস্তত প্রণালি:  আটা চেলে নিন। একটি বড় পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটা কাপ নিয়ে মিশ্রণটি আধা কাপ পরিমাণে ভরাট করুন। এখন মাইক্রোওয়েভে দিয়ে আড়াই মিনিট বেক করুন। ব্যস তৈরি হয়ে গেল মজার স্বাদের চকলেট কাপ কেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.