সমালোচনা মানেই সরকারের বিরোধিতা করা নয়: সুপ্রিম বচন

ODD বাংলা ডেস্ক: ক্ষমতাসীন শাসকের কাছে সত্যটা তুলে ধরা সংবাদমাধ্যমের কর্তব্য, আর সে ক্ষেত্রে সরকারের সমালোচনা করা মানেই প্রতিষ্ঠান বিরোধিতা নয়- বুধবার এক মামলার প্রেক্ষিতে এ কথা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জাতীয় নিরাপত্তার পক্ষে 'বিপজ্জনক', এই যুক্তিতে মালায়ালম নিউজ চ্যানেল 'মিডিয়াওয়ান'-এর সম্প্রচারের লাইসেন্স পুনর্নবীকরণ করেনি কেন্দ্র।সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রের সিদ্ধান্তকে খারিজ করে জানিয়ে দিল, স্বাধীন সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দিল্লি হিংসা, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলনের মতো বিষয় নিয়ে একাধিক বিশ্লেষণাত্মক অনুষ্ঠান সম্প্রচার করেছিল 'মিডিয়াওয়ান' চ্যানেলটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.