আমফানের স্মৃতি উস্কে দিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে
ODD বাংলা ডেস্ক:এবারও মে মাস পড়তেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক তাড়া করেছে বাংলাকে। বঙ্গোপসাগরে বাসা বাঁধার সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ের। প্রাথমিকভাবে আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশ বাসা বাঁধবে, সেখান থেকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা প্রবল।বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়ার সংস্থা ও বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহের বঙ্গোপসাগরে বাসা বাঁধতে পারে ঘূর্ণিঝড়। আর সাম্প্রতিক ইতিহাস বলছে, এই মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বাসা বাঁধলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে।তবে সরকারিভাবে কোনো পূর্বাভাস এখনও মেলেনি। তবে মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর এই সংক্রান্ত কোনো সম্ভাবনার কথা এখনও ব্যক্ত করেনি। এই সম্ভাবনার কথা জানিয়েছে কয়েকটি ভিনদেশি আবহাওয়া সংস্থা ও কিছু বেসরকারি আবহাওয়া সংস্থা।আবহবিদরা জানিয়েছেন, আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এই সময়ে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়। তা উপযুক্ত পরিবেশ পেয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। আবহাওয়াবিদরা সে ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ।
Post a Comment