শেষ তিন বার ইডির ডাকে দেননি সাড়া, বুধবার দিল্লিতে হাজিরা দিতেই গ্রেফতার অনুব্রত-কন্যা


ODD বাংলা ডেস্ক:শেষ তিন বারই এড়িয়ে গিয়েছিলেন ইডির তলব। তবে শেষ রক্ষা হল না চতুর্থ বারে। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। একই মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। তবে কেবল গরু পাচার মামলাই নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়া মণ্ডলের নাম। অভিযোগ উঠেছিল, টেট ফেল করেও বাড়ির কাছে প্রাইমারি স্কুলে চাকরি পান অনুব্রত-কন্যা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, চাকরি পাওয়ার পর, একদিনও স্কুল যাননি! বাড়িতেই পৌঁছে যেত হাজিরার খাতা!  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.