বিস্ফোরণে দিল্লি পাবলিক স্কুল ওড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল, আতঙ্কে পড়ুয়ারা

ODD বাংলা ডেস্ক: দিল্লি পাবলিক স্কুল ওড়ানোর হুমকি। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেল পাঠানো হয়েছে দিল্লির মথুরা রোডের এই স্কুলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং বম্ব স্কোয়াড। বন্দোবস্ত করা হয়েছে অ্যাম্বুল্যান্সেরও। তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে।গত ১২ এপ্রিল ঠিক একইভাবে দিল্লির অন্য একটি বেসরকারি স্কুলেও বিস্ফোরণে হুমকি এসেছিল। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াডকে ডেকে তল্লাশি চালানো হয়। ঘটনাটি ছিল দিল্লির সাকেত নগর এলাকার একটি স্কুলের।ইমেলটি আসার পরই স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে দিল্লি পাবলিক স্কুল চত্বর ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। বিস্ফোরক খুঁজে বের করে পুলিশ কুকুরও মোতায়েন করা হয়েছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.