আপনার কাছে কি এই ৫ টাকার নোট আছে, তবে পেতে পারেন লাখ টাকা, জানুন বিস্তারিত

 


ODD বাংলা ডেস্ক: এর আগেও সোশ্যল মিডিয়ায় নিশ্চয়ই এক টাকার বা দু টাকার নোট বিক্রিয়ের বিষয়ে দেখেছেন। আর টাকা আয়ের জন্য এটাও একটি ভালো বিকল্প হতে পারে। সেকরমই আপনার কাছেও যদি এমন কিছু পুরনো কয়েন বা নোট থেকে থাকে তবে আপনি সেগুলি খুব খারাপ সময়ে কাজে লাগিয়ে ফাটকা আয় করতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই পাঁচ টাকার নোট দিয়ে কিভাবে আপনি প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।


পাঁচ টাকার নোট দিয়ে আয়ের ক্ষেত্রে প্রথমেই জেনে নিন আপনার কাছে থাকা নোটে ৭৮৬ সংখ্যাটি থাকতেই হবে। এই সংখ্যা দেওয়া এক থেকে শুরু করে দু হাজার টাকার নোট থাকলেও আপনি ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কয়েন বাজার এবং ইবের মত সাইটে এই নোট বিক্রি করে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে এখন সব থেকে বেশি চাহিদায় রয়েছে ৭৮৬ নম্বর লেখা ৫ টাকার নোট।


আরও পড়ুন- বাড়িতে জমেছে পুরোনো জিনিসের স্তুপ? ফেলে দেওয়া জিনিস দিয়েই দুর্দান্তভাবে সাজিয়ে তুলুন শখের বাগান


এই ৫ টাকার নোট বিক্রি করতে কয়েন বাজার, ইবে বা কুইকারের মত সাইটে চোখ রাখলেই পেতে পারেন। এই সমস্ত সাইটে ক্রেতারা তাদের পছন্দ মত কয়েনের চাহিদার কথা জানান আর আপনার কাছে সেই নোট থাকলেই কেল্লাফতে। যদি আপনার কোনও বন্ধুর কাছেও এই কয়েনগুলি থাকে অবশ্যই তাকে এই লিঙ্কটি শেয়ার করুন।


বিশেষ দ্রষ্টব্য: রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কোনও লেনদেনের অনুমতি দেয় না। তাই এই ধরনের চালু মুদ্রা বা টাকা বেশি দামে কেনাটাই বেআইনি। এছাড়া এশিয়ানেট বাংলা এই বিজ্ঞাপণের সত্যতা যাচাই করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.