এবার আকাশে ‘ডাবল বেড’-এর ব্যবস্থা করছে ইউরোপীয় এ বিমানসংস্থাটি

 


ODD বাংলা ডেস্ক: আকাশে নিজের একটি ছোট্ট আরাদায়ক কক্ষ। থাকবে নিজস্ব হিটিং ব্যবস্থাও। সম্প্রতি প্রথম শ্রেণীর বিমানযাত্রীদের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে এমন সুবিধা চালুর কথাই জানিয়েছে ইউরোপীয় বিমান পরিবহন সংস্থা লুফথানসা। খবর সিএনএন-এর।


দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য লুফথানসা অ্যালেগ্রিস নামক নতুন এ সেবা আনছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মধ্যে এ প্রকল্পে ২.৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জার্মান এ বিমান পরিবহন কোম্পানি।


ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, ও প্রথম শ্রেণী; এ চারটি কেবিন ক্লাসেই পরিবর্তন আনছে লুফথানসা।


বলা বাহুল্য, সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে প্রথম শ্রেণীর কেবিনগুলোতে। এটিকে লুফথানসা 'ফার্স্ট ক্লাস স্যুট প্লাস' হিসেবে অভিহিত করেছে।


এসব কেবিনের আসনগুলো হবে প্রায় এক মিটারের মতো প্রশস্ত। যাত্রীরা নিজেদের ইচ্ছেমতো তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।


এসব কেবিনে আরও থাকবে ওয়ার্ডরোব, বিশাল একটি ডাইনিং টেবিল এবং কাঠের তৈরি স্লাইডিং দরজা।


বিজনেস শ্রেণীর যাত্রীদের জন্যও থাকবে ব্যক্তিগত স্যুট। অবশ্য এগুলো প্রথম শ্রেণীর চেয়ে কিছুটা কম আরামদায়ক। এ ক্লাসের যাত্রীরাও নিজেদের ওয়ার্ডরোব ও মিনিবার ব্যবহার করতে পারবেন। থাকবে ব্যক্তিগত হিটিং ব্যবস্থাও।


নতুন এ বিলাসবহুল সেবায় কোনো যাত্রী চাইলে ২.২ মিটার লম্বা বিছানায় আরাম করে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বড় টেবিল ও ২৭ ইঞ্চি টেলিভিশনেরও ব্যবস্থা থাকবে।


বিজনেস শ্রেণীর যাত্রীরা সাতটি ভিন্ন ধরনের বসার ব্যবস্থা থেকে নিজেদের পছন্দের আসন নির্বাচন করতে পারবেন।


বোয়িং ৭৮৭-৯, ৭৭৭-৯ ও এয়ারবাস এ৩৫০ মডেলের ৮০টির বেশি বিমানে অ্যালেগ্রিস সেবা চালু করবে লুফথানসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.