কালিপুজোর আয়োজনের মাঝে ঢুকে পড়ল হাতি, হুলুস্থুল কাণ্ড শিলিগুড়িতে
ODD বাংলা ডেস্ক: কালিপুজোয় ব্যস্ত ছিলেন গ্রামের মানুষ। পুজোর আয়োজনের মাঝেই হঠাৎ যে এমন কাণ্ড হবে তা বুঝতে পারেননি কেউই। জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কাছে কেষ্টপুরের চৌপুখরিয়া গ্রামের মধ্যে একটি হাতি ঢুকে পড়ে।এরপরই হাতি দেখে ছুটোছুটি শুরু হয়ে যায় গ্রামে। জানা যায়, গ্রামে সেই সময় এক জায়গায় কালিপুজো চলছিল। পুজোয় প্যান্ডেল বানানো হয়েছিল ও আলো লাগানো হয়েছিল। তা দেখে হাতিটি সেখানে ঢোকার চেষ্টা করে।সেই সময় সেখানকার মানুষজন চিৎকার শুরু করলে হাতিটি ফিরে যায়। এরপর গ্রামের রাস্তা দিয়ে হাতিটি বেশ কিছুক্ষণ হেঁটে যায়। হাতির পিছনে ছুটতে থাকেন গ্রামের মানুষজন। বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।বনকর্মীরা বাজি ফাটিয়ে জঙ্গলে ফেরত পাঠান হাতিটিকে। এদিকে গ্রামের বাসিন্দারা জানান, হাতিটি মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় খাবারের খোঁজে ঢুকে পড়ে। মঙ্গলবার সন্ন্যাসী এলাকায় ঢুকে পড়েছিল হাতিটি।
Post a Comment