মর্মান্তিক! রাজস্থানে বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল গরু-সহ ১ ব্যক্তির
ODD বাংলা ডেস্ক: ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটাল নরেন্দ্র মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি গোরুর। ট্রেনের ধাক্কায় মৃত গোরু ছিটকে গিয়ে এক ব্যক্তির গায়ে পড়লে, তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত ১০ এপ্রিল প্রথম বন্দে ভারত প্রায় রাজস্থান। আর যাত্রা শুরুর কয়েকদিন কাটতে না কাটতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি। দৌসা রেলওয়ে স্টেশনের কাছে কালী মোরি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে কাছে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে যে দ্রুত গতিতে ট্রেনটি যখন আসছিল, তখন গোরুটি রেললাইন পার হচ্ছিল। ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে তাকে। ধাক্কায় মৃত গোরুটি ছিটকে গিয়ে পড়ে লেভেল ক্রসিং থেকে কিছুটা দূরে বসে থাকা এক ব্যক্তির গায়ে। ওই ব্যক্তিরও ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গেছে।
Post a Comment