সদর দফতরে লেখা Twitter থেকে ‘W’ শব্দ সরিয়ে দিলেন এলন মাস্ক

ODD বাংলা ডেস্ক: টুইটারের সিইও এলন মাস্ক-এর কাণ্ডে ফের একবার হকচকিয়ে গেল গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-তে অবস্থিত টুইটারের সদর দফতর। বিল্ডিংয়ের গায়ে বড় করে লেখা টুইটার লেখা বোর্ড। যা দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু সম্প্রতি সেই বোর্ডের অর্থ বদলে দিয়েছেন এলন মাস্ক। টুইটার থেকে ডাব্লিউ শব্দে সাদা রঙের পেইন্ট বসিয়েছেন তিনি। আর এই নিয়ে টুইটও করতে দেখা গিয়েছে তাঁকে। টুইটার বোর্ডে এমন বদল কেন করা হয়েছে তার পিছনের নির্দিষ্ট কারণও জানিয়েছেন তিনি।টুইটার সিইও এর কথায়, সান ফ্রান্সিস্কো-তে অবস্থিত সদর দফতরের যিনি ল্যান্ডলর্ড তাঁর দাবি, “আমরা আইনত টুইটার সাইন থেকে কখনও ‘ডাব্লিউ’ শব্দটি সরাতে পারব না, তাই আমরা ওই শব্দটির ব্যাকগ্রাউন্ডে রঙ করে দিয়েছি, সমস্যা মিটে গেল!”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.