‘এটা ভারত নয়, পঞ্জাব’, গালে জাতীয় পতাকার ছাপ থাকায় তরুণীকে স্বর্ণ মন্দিরে ঢুকতে বাধা


ODD বাংলা ডেস্ক: গালে তেরঙ্গা ছাপ নিয়ে স্বর্ণ মন্দিরে প্রবেশে বাধা। তরুণীকে ঢুকতে দেওয়া হল না অমৃতসরের ভুবন বিখ্যাত শিখদের এই পবিত্র ধর্মস্থানে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি ‘ODD বাংলা’।সোমবার হলুদ কাপড়ে মাথা ঢেকে স্বর্ণ মন্দিরে ঢুকতে যান ওই তরুণী। কিন্তু তাঁর গালে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা ছাপ থাকায় পবিত্র এই গুরুদ্বারে ঢুকতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ।এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এর পরই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ। অমৃতসরের পবিত্র এই গুরুদ্বারের প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের দাবি, তরুণীর গালে আঁকা ছাপটি জাতীয় পতাকার ছিল না। পাশাপাশি, তরুণীর সঙ্গে দুর্ব্যবহার ইস্যুতে ক্ষমা চেয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.