মেষে সূর্য-রাহুর গ্রহণ যোগে নীচ দৃষ্টি দিচ্ছে শনি! চরম ভোগান্তি ৩ রাশির, বাড়বে ব্যয়!

 


ODD বাংলা ডেস্ক:বৃষ রাশি 


এই রাশির দ্বাদশ অর্থাৎ ব্যয় স্থানে সূর্য ও রাহুর যুতি হয়েছে। এ সময়ে বৃষ রাশির জাতকরা মানসিক অবসাদের শিকার হতে পারেন। ফলে কোনও কাজে মনোনিবেশ করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কারণে কষ্ট সহ্য করতে পারেন এই রাশির জাতকরা। এই গোচরের সময়ে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। তাই ভেবে চিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশ যাত্রার মাধ্যমেও বিশেষ লাভ অর্জন করতে পারবেন না। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এমনকি আপনিও অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনও সংক্রমণকে উপেক্ষা করে যাবেন না।


কন্যা রাশি


আপনাদের রাশির অষ্টম স্থানে সূর্য-রাহুর যুতির ফলে গ্রহণ যোগ তৈরি হয়েছে। এই স্থানে যুতি হলে তা অশুভ প্রভাব বিস্তার করে। এ সময়ে আঘাত পেতে পারেন। আবার কোনও নতুন রোগ দেখা দিতে পারে। জ্যোতিষ পরামর্শ মেনে কাউকে ধার দেবেন না বা কারও কাছ থেকে ধার নেবেন না। কারণ ঋণ দিয়ে থাকা টাকা আটকে যেতে পারে। গোচরকালের সময়ে বাণী নিয়ন্ত্রণে রাখুন। পরিবারে কোনও বিবাদ সৃষ্টি হতে দেবেন না।


মকর রাশি 


আপনার রাশির চতুর্থ স্থানে সূর্য ও রাহুর যুতি হবে। এই কক্ষে যুতির ফলে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ হতে পারে। বিবাদ, মনোমালিন্য দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্য দিকে অফিসে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এ সময়ে কোনও ধরনের আর্থিক চুক্তি করবেন না। ব্যয় বাড়বে। আবার প্রেম জীবনে অসাফল্য দেখা দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.