শিলাবৃষ্টি রাজ্যে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি পাঁচ জেলায়

ODD বাংলা ডেস্ক: রাজ্যের কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। তীব্র দহনের জ্বালায় রাশ টেনে বৃহস্পতিবার বেলার দিকে ব্যাপক ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হল বীরভূম ও উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায়।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয় বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায়। কলকাতায় বিকেল ৫টা নাগাদ আকাশ কালো বৃষ্টি নামে। বজ্রবিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টির দেখা মেলে হাওড়াতেও। বজ্রপাত নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.