শুকনো গরমের অস্বস্তি কলকাতায়, আগামী সপ্তাহেই হাওয়া বদলের চরম পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক:স্বস্তির দিন শেষ। চৈত্রের শুরুতেই চালিয়ে ব্যাটিং শুরু গরমের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গরম আরও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ও মূলত পরিষ্কার আকাশ।উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে শুষ্ক আবহাওয়া সব জেলাতেই। মালদহ ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী তিন দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও গরমের অস্বস্তি বাড়বে। পশ্চিমের জেলা-সহ অনেক জেলাতেই শুষ্ক গরম অনুভূত হবে। আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে এই শুকনো গরম বেশি অনুভূত হবে।কলকাতায় বৃহস্পতিবার মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও একটু বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।
Post a Comment