সপ্তাহখানেক বইবে লু! আরও বাড়বে তাপমাত্রা, পথে বেরোলেই হিটস্ট্রোকের ঝুঁকি

ODD বাংলা ডেস্ক: চৈত্রের শেষে আগুন ঝরাচ্ছে গরম। তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। কলকাতার তাপমাত্র ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। গরমের নিরিখে বাঁকুড়াকে হারিয়ে রেকর্ড করেছে বর্ধমান। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার কলকাতাতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি বইতে পারে লু। চাঁদিফাটা রোদে গলদঘর্ম অবস্থা। তার মধ্যেই আবহওয়া দফতরের তরফে গরম নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তা মোটেও বঙ্গবাসীর মুখে হাসি ফোটাবে না। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবারই বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.