রাস্তায় পড়ে আছে উচ্চমাধ্যমিকের খাতার বান্ডিল, চাঞ্চল্য কোচবিহারে


ODD বাংলা ডেস্ক: রাস্তায় প্রাতভ্রমণে বেরিয়েছেন কিছু মানুষ। সাত সকালে তাদের নজর গেল রাস্তার পাশে। সেখানে পড়ে রয়েছে পাঁচটি বান্ডিল। সবকটি বান্ডিলের উপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের লোগো ও স্লিপ জ্বলজ্বল করছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলি আদতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা। কোচবিহারের খোকসাডাঙ্গা থানার বটতলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল বর্মন নামের স্থানীয় এক স্কুলের শিক্ষক এই খাতাগুলি প্রথম দেখতে পান। প্রথম দেখাতেই তিনি বুঝতে পারেন যে এগুলি উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা। সূত্রের খবর, উদ্ধার হওয়া এই খাতাগুলি উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার। খাতাগুলি দেখার পর দুলাল বাবু সেগুলি রাস্তা থেকে উঠিয়ে নেন। এরপর তিনি যোগাযোগ করেন কোচবিহার জেলা শিক্ষা সংসদের সঙ্গে। ফোন করে তিনি সব কথা জানান সংসদকে। এরপর দুলাল বাবু সংসদের কাছে এই খাতাগুলি তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.