'আমরাই সেলিব্রিটি বানিয়েছি...', ডেলিভারি বয়কে সেলফিতে বাধা দেওয়ায় হৃত্বিককে কটাক্ষ নেটিজেনদের

ODD বাংলা ডেস্ক: হৃত্বিক রোশন যে খুব বেশি বিতর্কে জড়ান তা যেমন নয়, তেমনই বিতর্ক একবার দানা বাঁধলে তা যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। সম্প্রতি প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে ডিনার ডেটে বেরিয়েছিলেন। তাঁদের সঙ্গে যোগ দেন সুজান খানের ভাই জায়েদ খানও। ইনস্টাগ্রামে এক পাপারাৎজির শেয়ার করা একটি ভিডিয়োতে সেই সময়ই ধরা পড়ে একটি দৃশ্য।হৃত্বিককে কালো টি-শার্ট, ডেনিম, একটি ক্যাপ এবং কালো জুতো পরে মুম্বইয়ের একটি রেস্তোঁরা থেকে বের হতে দেখা যায়। একজন ডেলিভারি বয় সেই সময় তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু, অভিনেতার দেহরক্ষী তাঁকে দূরে ঠেলে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.