বাংলাদেশের লক্ষীলাভ! এক বছর পূর্তির আগেই পদ্মা সেতু থেকে কত আয় হল জানেন

ODD বাংলা ডেস্ক: প্রায় ৯ মাস আগে পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের ‘গর্বের সেতু’ পদ্মার। এর মধ্যেই টোল আদায়ে হাসি চওড়া হয়েছে শেখ হাসিনা সরকারের। উদ্বোধনের পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতুতে বাংলাদেশি মুদ্রায় মোট ৬০৩ কোটি ৭৬ লক্ষ টাকা টোল আদায় করা হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সে দেশের সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে এই খবর জানা গিয়েছে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ও পার বাংলা। সেতুতে যান চলাচলের শুরু থেকেই টোল আদায়ে বিপুল সাড়া পেয়েছে বাংলাদেশ প্রশাসন। প্রথম দিনই ‘স্বপ্নের সেতু’তে টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ৮৫০ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.