রাত পোহালেই 'হাইব্রিড সূর্যগ্রহণ', কখন দেখা যাবে অগ্নিবলয়?

ODD বাংলা ডেস্ক: বছরের প্রথম সূর্যগ্রহণ, বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। ২০ এপ্রিল, বৃহস্পতিবার সূর্যগ্রহণের সময় আকাশে দেখা যাবে একটি 'অগ্নিবলয়'। আর এই দৃশ্যকেই 'হাইব্রিড সূর্যগ্রহণ' বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা। কিন্তু, রাজ্য তথা দেশবাসী এই গ্রহণ প্রত্যক্ষ করতে পারবে না। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বলেন, "বলয়গ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যের চারিদিকে একটি বলয় দেখা যায়। এক্ষেত্রে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না। অপরটি পূর্ণগ্রাস। কিন্তু, এক্ষেত্রে বিরলতম একটি দৃশ্য প্রত্যক্ষ করবেন সাধারণ মানুষ। এক্ষেত্রে পৃথিবীর কোনও কোনও অংশের মানুষ বিষয়টিকে দেখবেন বলয়গ্রাস এবং কোনও কোনও অংশের মানুষ তা দেখবেন পূর্ণগ্রাস হিসেবে।” কলকাতা তথা দেশের কোনও অংশ থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে না। প্রশান্ত মহাসাগর, নিউজিল্যান্ডে কিছু অংশ, অস্ট্রেলিয়া, ইস্ট টিমোর আইল্যান্ড এবং আংশিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.