চিনকে টেক্কা দিয়ে জনসংখ্যার নিরিখে এগিয়ে গেল ভারত

ODD বাংলা ডেস্ক: জনসংখ্যার দিক থেকে চিনকে মাত। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ভারত। যা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে নয়া দিগন্ত খুলতে চলেছে বলে দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।রাষ্ট্রসংঘের সমীক্ষা অনুযায়ী, চলতি বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। বর্তমানে ভারতের সংখ্যা ১৪২.৮৬ কোটি। অন্যদিকে চিনে বসবাস করেন ১৪২.৫৭ কোটি মানুষ। অর্থাৎ জনসংখ্যার নিরিখে ভারতের সঙ্গে চিনের পার্থক্য প্রায় ৩০ লাখ।উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যার উপর সমীক্ষা চালিয়ে আসছে পিউ রিসার্চ সেন্টার। সেখানে দাবি করা হয়েছে, ১৯৫০ থেকে চলতি বছর পর্যন্ত ভারতের জনসংখ্যা বেড়েছে প্রায় এক বিলিয়ন। প্রসঙ্গত, ওই বছর থেকেই জনসংখ্যার উপর সমীক্ষা শুরু করে রাষ্ট্রসংঘ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.