আইসক্রিম খেয়ে অসুস্থ ২৫ শিশু-সহ ৫৫, হাসপাতালে চলছে চিকিৎসা

 

ODD বাংলা ডেস্ক:গরমের দিনে আইসক্রিম খেয়ে তৃপ্তি পান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সেই আইসক্রিম খেয়েই অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খরগোন জেলায়। আইসক্রিমের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।খরগোনের ছাতাল গ্রামের একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানেই আইসক্রিমের পসরা সাজিয়ে বসেছিলেন দীনেশ কুশওয়াহা। গরম থেকে বাঁচতে বহু মানুষ দীনেশের কাছ থেকে আইসক্রিম কিনে খেয়েছেন। গভীর রাত থেকে লোকজন অসুস্থ হয়ে পড়তে থাকেন। জানা যায়, ওই আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫৫ জন। তার মধ্যে ২৫ জন শিশু।বমি ও পেটখারাপের উপসর্গ নিয়ে সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়। খরগোনের চিফ মেডিক্যাল অ্যান্ড হেল্‌থ অফিসার দৌলত সিংহ চহ্বান জানিয়েছেন, রাতে দু’টি শিশুর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। কিন্তু এখন তারা ঠিক আছে। বাকিদের মধ্যে ২০টি শিশু এবং ১০ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.