২০৩ দিনে সর্বোচ্চ, দেশে ৬ হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা
ODD বাংলা ডেস্ক: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫০ জন, যা গতকালের থেকে প্রায় ১৩ শতাংশ বেশি। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল পাঁচ হাজার ৩৩৫ জন। গত বছর ১৬ সেপ্টেম্বরের পর এই প্রথম দেশের কোভিড সংক্রমণ ছয় হাজার পার করল।দেশের কোভিড পরিস্থিতির উপর সার্বিকভাবে আলোচনার জন্য শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Post a Comment