প্রথম 'ঝুলন্ত' রেল সেতু তৈরি করল ভারত!

ODD বাংলা ডেস্ক: সম্প্রতি একটি বড় যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্যে। বস্তুত জম্মু ও কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলায় ভারতের প্রথম ক্যাবল-স্টেড রেলওয়ে সেতুর কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। সেতুটি উদমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে প্রকল্পের অংশ এবং এতে 96টি তার রয়েছে। এই বিশেষ গুরুত্ব যুক্ত প্রকল্পটির মোট দৈর্ঘ্যে 653 কিলোমিটার তারের স্ট্র্যান্ড রয়েছে। সেতুটি কাটরা পাশের টি2 টানেল এবং রিয়াসির দিকে টি3 টানেলকে সংযুক্ত করে এবং এতে একটি একক লাইন রেলপথ এবং 3.75 মিটার প্রশস্ত পরিষেবা রাস্তা রয়েছে। সেতুটি 725 মিটার দীর্ঘ।এই বিষয়ে দেশের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে জম্মু ও কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলার আনজি খাদে দেশের প্রথম কেবল স্থিত রেল সেতুর কাজ শেষ হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে চেনাব নদীর একটি উপনদী আনজি খাদের উপর ভারতের প্রথম কেবল স্থিত রেল সেতু তৈরির একটি টাইম ল্যাপস ভিডিও শেয়ার করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.