মৃত্যুবার্ষিকীর আগের দিন মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত শেষ হিন্দি ছবি
ODD বাংলা ডেস্ক:দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটে বছর। ইরফান খান আর আমাদের মধ্যে নেই। আগামী ২৯ এপ্রিল তাঁর মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনা করা হয়েছে। তাই ইফানের মৃত্যুবার্ষিকীর ঠিক এক দিন আগে মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ করেছেন অভিনেতারা। ২০১৭ সালে শুটিং হয়েছিল ছবিটির। সে বছরেই ছবির প্রিমিয়ার হয়েছিল সুইৎজ়ারল্যান্ড লোকার্নো চলচ্চিত্র উৎসবে।এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। অনুপ সিংহ পরিচালিত এই ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি। উল্লেখ্য, এর আগে অনুপের ‘কিস্সা’ ছবিতেও ছিলেন ইরফান এবং তিলোত্তমা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং শশাঙ্ক অরোরা।
Post a Comment