কলেজে পড়তে হিজাব ছাড়তে রাজি! সংখ্যালঘু তাবাসসুমের ঘোষণায় হইচই

ODD বাংলা ডেস্ক: হিজাবের চেয়ে অনেক বড় হল শিক্ষা। তাই হিজাব ছাড়াই কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে চান তিনি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম হয়ে স্পষ্ট জানালেন তাবাসসুম শাইক। সংখ্যালঘু এক স্কুল পড়ুয়ার এহেন মন্তব্য কর্নাটকে হিজাব বিতর্কে নয়া মাত্রা যোগ করল বলেই দাবি বিশেষজ্ঞদের।চলতি বছরের ২১ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করে কর্নাটক স্কুল এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট বোর্ড বা KSEAB। সেখানে কলা বিভাগে প্রথম হন তাবাসসুম। ৬০০-র মধ্যে ৫৯৩ নম্বর পান তিনি।বোর্ডের পরীক্ষায় নজরকাড়া সাফল্যের রহস্য কী? ফলপ্রকাশের পর সংবাদমাধ্যমের এই প্রশ্নের মুখোমুখি হন তাবাসসুম। সেখানেই হিজাব নিয়ে মন্তব্য করেন সদ্য স্কুল পেরোনো এই পড়ুয়া।তাবাসসুমের কথায়, “হিজাবের চেয়ে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। ঠিক করেছি কলেজে ভর্তি হলেই হিজাব পুরোপুরি ত্যাগ করব। আমাদের নজর শিক্ষার উপর থাকা দরকার। আর তার জন্য কিছু ত্যাগ স্বীকার করতেই হবে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.