খুলল কেদারনাথের দরজা, প্রবল তুষারপাত উপেক্ষা করেই পুণ্যার্থীদের ঢল

ODD বাংলা ডেস্ক:'হর হর মহাদেব' ধ্বনিতে মুখরিত হল চারপাশ। ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ ধাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম উত্তরাখণ্ডের এই কেদারনাথ ধাম। চলতি বর্ষের চারধাম যাত্রা শুরু হয়েছে আগেই এবার দরজা খুলল কেদারনাথ মন্দিরের। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। মাত্র কিছুক্ষণের মধ্যেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে এই পবিত্রধামে ৷ কেদারনাথ মন্দিরের প্রধান পূজারী জগৎগুরু রাওয়াল ভীম শঙ্করলিঙ্গ শিবাচার্য মন্দিরের দ্বার খুলে দেন। সঙ্গে সঙ্গেই ভক্তদের ঢল দেখা যায় মন্দিরে। উপস্থিত সকলেই মহাদেবের নামে ধ্বনি দিয়ে ওঠেন। কেদারনাথ ধামের দ্বার খুললেও বর্তমানে প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া হরিদ্বার এবং ঋষিকেশ থেকে বন্ধ রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.