শুরুতেই বিপদ, প্রবল তুষারপাতের জেরে স্থগিত কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন


ODD বাংলা ডেস্ক: চারধাম যাত্রা শুরু হতে না হতেই বিপত্তি। বন্ধ করা হল কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রার জন্য আর পুণ্যার্থীরা রেজিস্টার করতে পারবেন না। ২৫ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলার কথা ছিল। কিন্তু, আচমকাই গাড়ওয়াল হিমালয়ে তুষারপাতের জেরে কেদারনাথগামী রাস্তা আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে ঋষিকেশ এবং হরিদ্বারে আর কেদারনাথ ধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে না।গাড়ওাল ডিভিশনের অতিরিক্ত কমিশনার তথা চারধাম যাত্রা অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশনের মুখ্য এক্সিকিউটিভ অফিসার নরেন্দ্র সিং কাভিরিওয়াল বলেন, "আবহাওয়ার পরিস্থিতি এখন প্রতিকূল। তাই আপাতত পুণ্যার্থীদের জন্য কেদারনাথ যাত্রা নিরাপদ নয়। ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রেজিস্ট্রেশন পদ্ধতি।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.