দাম্পত্য জীবনে প্রেম বাড়াতে চান? বাড়িতে এই জিনিসগুলো অবশ্যই রাখুন
ODD বাংলা ডেস্ক: চিনা বাস্তু শাস্ত্র অর্থাৎ ফেঙ্গ শুইতে বাড়ি তৈরি ও বাড়িতে কী কী বস্তু রাখা উচিত, সে বিষয় তথ্য প্রদান করা হয়েছে। এই বস্তুগুলির দ্বারা জীবনের ছোটখাটো সমস্যার সমাধান হয়। প্রেমিক-প্রেমিকা বা দাম্পত্য জীবনে ভালোবাসার জন্য ফেঙ্গ শুইতে বর্ণিত এই সহজ উপায়গুলি করে দেখতে পারেন।
লাভ বার্ড
এই পাখির জোড়াকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। অনেকে ময়ূর-ময়ূরী, ম্যান্ডেরিন হাঁস, টিয়া-ময়নার মূর্তি বাড়িতে রাখেন। বাড়ির শয়ন কক্ষে লাভ বার্ডসের ছবি রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে মধূর সম্পর্ক স্থাপিত হয়। আবার বৈঠক খানায় এই মূর্তি রাখলে বাড়িতে আনন্দের আগমন ঘটে। খাঁচায় বন্দি লাভ বার্ডের মূর্তি রাখবেন না। মূর্তি ছাড়াও এই পাখি জোড়ার ছবিও টাঙাতে পারেন।
পবন ঘন্টি বা উইন্ড চাইম
এর ফলে বাড়ির মধ্যে সবসময় ইতিবাচক শক্তির প্রবাহ থাকে। বাড়িতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় ও সম্পর্ক উন্নত হয়। বাড়িতে সুখ, শান্তি ও সম্পন্নতার আগমন ঘটে এর ফলে। উইন্ডচাইম বাস্তু দোষ দূর করে ও ভাগ্যোদয় ঘটায়।
প্রজাপতি
ফেঙ্গ শুই মতে, বাড়িতে সম সংখ্যক উড়ন্ত প্রজাপতির ছবি লাগানো উচিত। বাড়িতে আনন্দের আগমন ঘটায় প্রজাপতি। এর ফলে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হয়। শয়নকক্ষে এই ছবি লাগালে উপকার পেতে পারেন। আনন্দের পাশাপাশি শান্তি, সমৃদ্ধির প্রতীক প্রজাপতি। এর প্রভাবে উন্নতি ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয়।
সোনালী মাছ
বাড়িতে গোল্ডেন ফিশের মূর্তি বা ছবি রাখতে পারেন অথবা অ্যাকোয়েরিয়ামে এই মাছ রাখা যেতে পারে। তবে মূর্তি রাখা অধিক উপযোগী। গোল্ডেন ফিশের মূর্তি রাখলে সৌভাগ্য বৃদ্ধি হয়। জোড়ায় এই মাছের মূর্তি পাওয়া যায়। সৌভাগ্য বৃদ্ধির জন্য গোল্ডেন ফিশ অত্যন্ত সহায়ক। এর ফলে সম্পর্কে মাধুর্যের পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
গোলাপী রঙ
ফেঙ্গ শুইতে গোলাপী রঙকে ভালোবাসার রঙ হিসেবে চিহ্নিত করা হয়। ব্যক্তির ব্যবহারে সুখপূর্ণ প্রভাব বিস্তার করে এই রঙ। এই রঙ বাড়িকে আনন্দে ভরে দেয়। বাড়ির প্রতিটি স্থানে গোলাপী রঙ ব্যবহার করতে পারেন। বাড়িতে কালো, জামুনী, বেগুনী রঙ ব্যবহার করতে নেই। দেওয়াল, পর্দা ইত্যাদির জন্য সাদা, হাল্কা গোলাপী, আকাশী ও নীল রঙ ব্যবহার করা উচিত।
Post a Comment