এই ১০ পিতৃদোষে ছারখার হতে পারে জীবন! জানুন মুক্তির উপায়

 


ODD বাংলা ডেস্ক:  শুক্র, বুধ অথবা রাহু যদি জন্মছকের পঞ্চম, নবম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি পিতৃদোষ আক্রান্ত। যদি পূর্বপুরুষ কোনও অন্যায় কাজ করে থাকেন, তাহলে তার দায় উত্তরপুরুষদের উপরেই এসে পড়ে। অর্থাত্‍ পূর্বপুরুষদের অপকর্মের ঋণ আপনাকেই শোধ করতে হবে। এই ঋণ শোধ করা না হলে বংশ পরম্পরায় এই পিতৃদোষে আক্রান্ত হয়ে জীবনে নানা সমস্যায় পড়তে। লাল কিতাবে দশ ধরনের পিতৃদোষ সম্পর্কে বলা আছে। জেনে নিন এগুলি সম্পর্কে।


পূর্বপুরুষের ঋণ


আমাদের প্রয়াত কোনও পূর্বপুরুষ কোনও অন্যায় করে থাকলে তা আমাদের উপর পিতৃঋণ হিসেবে থাকে। এই ঋণ শোধ না করা পর্যন্ত আমরা পিতৃদোষের জালে আবদ্ধ থাকবো। এর ফলে আমাদের সব কাজ আটকে যাবে। প্রেমেও বাধা আসবে। এমনকি রাজযোগও নষ্ট হয়ে যায় পিতৃদোষের কবলে।


মুক্তির উপায়: এর থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের ভিক্ষে করে চাল বা টাকা জোগাড় করে তা কোনও মন্দিরে দান করতে হবে।


পিতার ঋণ


পূর্বপুরুষরা কোনও ব্রাহ্মণের উপর অত্যাচার করলে বা মন্দির ভাঙচুর করলে এই দোষ সৃষ্টি হয়। বা অশ্বত্থ গাছ কেটে ফেললেও কোষ্ঠীতে এই দোষ আসে।


মুক্তির উপায়: প্রতি বৃহস্পতিহবার কোনও মন্দিরে অর্থ দান করুন।


আপন ঋণ


আপনার কোনও প্রয়াত পূর্বপুরুষ পারিবারিক বা কোনও সামাজিক প্রথা মানতে অস্বীকার করলে কোষ্ঠীতে এই দোষ সৃষ্টি। এর ফলে বাড়ির পরিবেশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে।


মুক্তির উপায়: আত্মীয়দের সাহায্যে অর্থ সংগ্রহ করে সেই টাকায় যজ্ঞ করুন।


মাতৃকূলের ঋণ


আপনার কোনও পূর্বপুরুষ তাঁর মাকে অবহেলা করলে কোষ্ঠীতে এই দোষ দেখা যায়। কোষ্ঠীতে এই দোষ থাকলে আবর্জনাময় স্থানে থাকতে আপনি বাধ্য হন।


মুক্তির উপায়: আত্মীয়দের থেকে সমান পরিমাণ রুপো বা চাল সংগ্রহ করে তা নদীর জলে নিক্ষেপ করুন।


পত্নীর ঋণ


কোনও পূর্বপুরুষ কোনও গর্ভবতী মহিলার উপর অত্যাচার করলে বা তাঁকে হত্যা করলে এই দোষের কবলে পড়তে হয়।


মুক্তির উপায়: ১০০টি গরুকে সবুজ ঘাস খাওয়ান।


আত্মীয় ঋণ


কোনও পূর্বপুরুষ কারোর বাড়ি অথবা চাষের ক্ষেতে আগুন ধরিয়ে এই দোষের ফল সহ্য করতে হয়। এই দোষের ফলে কখনোই পারিবারিক কোনও শুভ কাজে আপনি পরিবারের সঙ্গে থাকতে পারেন না।


মুক্তির উপায়: কোনও দরিদ্রের চিকিত্‍সার ব্যবস্থা করুন বা দাতব্য চিকিত্‍সাকেন্দ্রে অর্থ দান করুন।


কন্যা ঋণ


কারোর মেয়ে অথবা বোনের উপর অত্যাচার করলে বা হত্যা করলে পরবর্তী প্রজন্মের কোষ্ঠীতে এই দোষ আসে।


মুক্তির উপায়: হলুদ ঝিনুক কিনে তা আগুনে পুড়িয়ে দিন, এরপর সেদিনই ওই ছাই নদীর জলে ভাসিয়ে দিন।


খারাপ ঋণ


পূর্বপুরুষরা কাউকে ঠকালে, মারধর করলে বা হত্যা করলে খারাপ ঋণের দোষ আসে কোষ্ঠীতে।


মুক্তির উপায়: এর থেকে মুক্তি পেতে ১০০ জন শ্রমিককে খাবার খাওয়ান।


অজন্মা ঋণ


পূর্বপুরুষ নিজের শ্বশুর-শাশুড়িকে ঠকালে বা কারোর পরিবার ধ্বংসে ভূমিকা নিলে কোষ্ঠীতে অজন্মা ঋণ সৃষ্টি হয়।


মুক্তির উপায়: আপনার প্রত্যেক আত্মীয়ের থেকে একটি করে নারকেল নিন, তারপর এই নারকেল নদীর জলে ভাসিয়ে দিন।


প্রাকৃতিক ঋণ


কোনও অসহায় কুকুরকে হত্যা করলে বা কুকুরের উপর অত্যাচার করলে উত্তরপুরুষের কোষ্ঠীতে এই দোষ তৈরি হয়।


মুক্তির উপায়: ১০০টি পথ কুকুরকে খাবার খাওয়ান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.