শনিদেবতার আশীর্বাদ বা অভিশাপ কখন পাচ্ছেন আপনি - বুঝবেন এই ১০টি কারণে
ODD বাংলা ডেস্ক: শনি দেবতার আশীর্বাদ পাওয়া কিছুটা কঠিন। কিন্তু একবার যদি এই দেবতাকে তুষ্ঠ করতে পারেন তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান আপনাথেকেই হয়ে যায়। কারণ শনিরা আশীর্বাদে কেটে যায় চলার পথের সমস্ত বাধা। জন্মছকে শনির অবস্থান ভাল হলে অনেকেই অনেক উন্নতি হয় কোনও বাধার সম্মুখীন না হয়। কিন্তু যাদের জন্মছকে শনির অবস্থান ভাল নয় তাদের চলার পথে একাধিক বাধার মুখোমুখি হতে হয়। কিন্তু শনিদেবতাকে তুষ্ঠ করে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। তবে শনির আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে বেশ কিছু সংকেত পাবেন।
১. জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। এই দিনে শনির আরাধনা করলে জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে । আপনি যদি দেখেন জীবনে একাধিক বাধা কেটে যাচ্ছে কাজে সাফল্য পাচ্ছেন তাহলে বুঝবেন আপনি শনি দেবতার আশীর্বাদ পেয়েছেন।
২. হঠাৎ যদি হাতে টাকা পয়সা আসে, জীবনে সুখ আর শাান্তি আসে, খ্যাতি আর সম্মান পাব তাহলে বুঝবেন শনি দেবতা আপনার ওপর আশীর্বাদের হাত রেখেছেন।
৩. তবে একটা কথা শনি দেবতা খুব রাগী। দ্রুত তিনি ক্রুব্ধ হয়ে ওঠেন। কিন্তু নিজের নিজের ভক্তের ওপর বেশি দিন রেগে থাকতে পারেন না। তাঁকে আশীর্বাদ করেন। শনির ক্রোধ সবথেকে বেশি হলেও ৭ বছর স্থায়ী। কিন্তু তার মধ্যে তিনি ভক্তদের নিজের কৃপা থেকে বঞ্চিত করেন না।
৪. শনি দেবতা মোটেও লোকের ক্ষতি করা পছন্দ করেন না। যে এমন করেছে তার জীবন দুর্বিষহ করে তোলে শনিমহারাজ।
৫. জন্মছকে শনির অবস্থান ভাল। কিন্তু সেই ব্যক্তি জীবনে নিজের সাফল্য নিয়ে খুবই অংহকারী। তাহলে কিন্তু শনি দেবতা তার আশীর্বাদের হাতে সেই মানুষদের মাথার ওপর থেকে। ধনি ব্যক্তিকেও পথের ভিখেরি করে দেন শনি দেবতা।
৬. শনির আশীর্বাদ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি জীবনে কঠিন বাধা অতিক্রম করতে পারেন। একাধিকবার দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পেয়ে যায়।
৭. শনির দশা থাকলে জাতক বা জাতিকার হওয়া কাজও আটকে যায়। বড় বিপদে পড়তে পারে।
৮. শনির কুপ্রভাব থাকলে চুল, নখ, হাড় , চোখের সমস্যা দেখা দেয়।
৯. শনির আশীর্বাদে হাতে আচমকা অনেক অনেক টাকা পেতে পারেন।
১০. মকর, কুম্ভ ও তুলা রাশির ওপর শনি দেবতার আশীর্বাদ থাকে সর্বদা। lতবুও এদেরও প্রার্থনা করা প্রয়োজন। কারণ শনির কোপে যেকোনও সময়ই নেমে আসতে পারে।
Post a Comment