এবার জলে চলবে মেট্রো, দেশের প্রথম 'ওয়াটার মেট্রো'র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নমো


ODD বাংলা ডেস্ক: গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে কলকাতায়। যা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে শহরে। এরইমধ্যে আরও একটি বড় খবর। এবার জলে চলবে মেট্রো। পরশু, মঙ্গলবার যার উদ্বোধনকরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের কোচিতে চালু হচ্ছে দেশের প্রথম 'ওয়াটার মেট্রো' পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানিরযৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আগামী ২৫ এপ্রিল থেকে কেরলের জলপথে এই পরিষেবা পাওয়া যাবে।প্রায় ৭৪৭ কোটি টাকার এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জলপথে যাতায়াতের পরিষেবা আরও সুবিধাজনক করে দেবে। ভারত-জার্মান যৌথ উদ্যোগে সৃষ্ট এই প্রকল্প কেরলের পর্যটনের উন্নতিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই জলযানটি ব্যাটারি চালিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.