রবিবার থেকেই ফের হাওয়া বদল, কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
ODD বাংলা ডেস্ক: ফের সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। কিন্তু, আগামী পাঁচ দিন রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। এরপর পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনা নেই।বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। রবিবার থেকে ফের কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ।
Post a Comment